আমাদের গ্রাম

                          আমাদের গ্রাম

আমাদের গ্রামের নাম  ঝিনা । গ্রামটি রাজশাহী জেলায় অবস্থিত। গ্রামের একপাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদীর শাখা বড়াল নদী। অন্যপাশে রেলওয়ে স্টেশন। আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর। আম, জাম, কাঁঠাল, বট, পাকুড় গাছ আর বাঁশ ঝাড়ের নিবিড় ছায়ায় ঢাকা গ্রামের ঘরগুলো। আরও আছে জারুল, কনকচাঁপা, কদম, শিউলি, ছাতিম, বকুল, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, ইত্যাদি ফুলের গাছ। প্রতিটি মৌসুমে নানারকম ফুলের সমারোহে রঙিন হয়ে ওঠে আমাদের গ্রাম। ফুলতলা গ্রামের মানুষগুলোও খুব সহজ-সরল। তারা কেউ কলহ পছন্দ করে না। আমাদের গ্রামে প্রায় দুই হাজার লোকের বাস। এখানে আছে নানা পেশার, নানা ধর্মের মানুষ। কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসা, কেউ বা চাকরি। ঈদে, পুজোয়, বড়দিনে আর নববর্ষে উৎসবে মেতে ওঠে ঝিনা গ্রাম। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, একটি খেলার মাঠ, একটি বাজার, দুটি মসজিদ, আছে। প্রতি সপ্তাহে গ্রামে একদিন হাট বসে। প্রতি বৈশাখে হয় বৈশাখি মেলা। গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয় প্রচুর ধান, পাট, গম, মসুর, সরিষা, আখ ইত্যাদি। বড় বড় পুকুরগুলোতে নানারকম মাছের চাষ হয়। আমাদের গ্রাম আমাদেরকে মায়ের মমতায় আগলে রেখেছে আর আমরাও আমাদের গ্রামকে মায়ের মতোই ভালোবাসি।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url